হোম » পিজিআর/হরমোন » হীরা গোল্ড পি জি আর

হীরা গোল্ড পি জি আর

৪ ক্লোরোফেনক্সি এসিটিক এসিড ১২৫০ পিপিএম

প্যাক সাইজ

  • ১ লিটার
  • ৫০০ মিলি
  • ১০০ মিলি
  • ৫০ মিলি

একটি আদর্শ মানের ‘উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক’

ব্যবহারের উপকারিতাঃ

  • ফুল,ফল ঝড়া বন্ধ করে।
  • ফুল উৎপাদন ও ফলন বাড়ায়।
  • ফুলের পরাগায়নে সহায়তা করে।
  • অসময়ে ফুল,ফল ধরানোর জন্য ব্যাবহার করা হয়।
  • গ্রীষ্ম কালীন টমেটোর ফুল ধারণে সহায়তা করে।
  • ফুল ধারনের ৩-৫ দিনের মধ্যে একবার স্প্রে করতে হয়।

প্রয়োগ পদ্ধতিঃ

ফসলধান, আলু, ভুট্টা, বেগুন, টমেটো, শিম, পটল, কপি, করলা, মরিচ, ঢেঁড়স সহ সকল সবজি তে ব্যবহার করা হয়।
উপকারীতাফলন বৃদ্ধিতে কার্যকরী
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য১০ মিলি
একরে২০০মিলি