হোম » আগাছানাশক » জাজিরা ৭২ এস এল

জাজিরা ৭২ এস এল

২, ৪-ডি এমাইন

প্যাক সাইজ

  • ৫০০ মিলি
  • ১০০ মিলি

ব্যবহারের উপকারিতাঃ

  • জাজিরা ৭২ এস এল একটি প্রবাহমান বা সিস্টেমিক যা পাতায় স্প্রে করলে পাতা হতে গাছের ভিতরে চলে যায়, গোড়ায় প্রয়োগ করলে শিকড়ের মাধ্যমে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে।
  • জাজিরা ৭২ এস একটি সিলেক্টিভ হার্বিসাইড বা নির্বাচিত আগাছানাশক যা বিশেষ বিশেষ আগাছা দমন করতে সক্ষম।
  • ইহা আর্লি পোস্ট ইমারজেন্স আগাছানাশক যা আগাছা অংকুরোদগমের পরপরই এই আগাছানাশক ব্যবহার করা হয়।
  • জাজিরা ৭২ এস এল প্রবাহমান আগাছানাশক যা দ্বিবীজপত্রী আগাছা অর্থাৎ চওড়া পাতা বিশিষ্ট আগাছা দমন করে।
  • আগাছার বাড়ন্ত চারার ফুল ফোটার পূর্ব পর্যন্ত জাজিরা ৭২ এস এল ছিটিয়ে দিলে ভালোভাবে দমন করা যায়।

প্রয়োগ পদ্ধতিঃ

ফসলআউশ, আমন, ধান, গম, চা ও ফল বাগান
আগাছাকানাইবাশি, কানাইমালা, কানাইলতা, নুনিয়া, দুধিয়া, এড়াইল, ঝিলমরিচ, কচুরীপানা, বথুয়া সহ চওড়া পাতা, একবর্ষজীবি ও দ্বিবীজপত্রী আগাছা
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য৪০মিলি
একরে২০০মিলি