কাজের ধরণ: স্পর্শক
প্যাক সাইজ: ৫০০ মি:লি:, ১ লিটার, ২০ লিটার
ফসল: চা, রাবার ও ফল বাগান
আগাছা: সব ধরনের আগাছা
৫ শতাংশ জমির জন্য প্রতি ১০ লিটার পানিতে: ৫৭ মি:লি:
একরে মাত্রা: ১.১৪ লিটার
ব্যবহারের উপকারিতাঃ
- প্রেস্টিজ ২০ এস এল একটি স্পর্শক ধরনের আগাছানাশক। এই আগাছানাশকের সংস্পর্শে আসা মাত্র আগাছা মারা যায়।
- প্রেস্টিজ ২০ এস এল একটি অনির্বাচিত ও পোষ্ট ইমারজেন্স (আগাছা জন্মানোর পরে ব্যবহারযোগ্য) আগাছানাশক।
- ইহা গাছ দ্বারা দ্রুত শোষিত হয় ফলে প্রয়োগের আধ ঘন্টা পর বৃষ্টি হলেও কার্যকারীতা ঠিক থাকে।
- প্রেস্টিজ ২০ এস এল পতিত জমি ও বাগান ফসলের সকল আগাছা দমন করে। বড় বাগান, শিল্প এলাকা, আবাসিক এলাকাসহ পতিত জমিতে জন্মানো একবর্ষজীবী এবং প্রশস্ত পাতা বিশিষ্ট আগাছার উপর কার্যকরী।
- এটি একটি দ্রুত কার্যকরী আগাছানাশক যা গাছের সালোকসংশ্লেষণ বন্ধ করে আগাছা মেরে ফেলে। আগাছার মাটির উপরের অংশে সুপার অক্সাইড তৈরি করে কোষের পাতলা আবরণ নষ্ট করে কোষ হতে পানি বের করে দেয়, ফলে পাতা দ্রুত শুকিয়ে সবুজ অংশ নষ্ট করে দেয়।
- প্রেস্টিজ ২০ এস এল প্রয়োগের ১ ঘন্টার মধ্যে আগাছা নেতিয়ে পড়ে ২-৩ দিনের মদ্ধে সমস্ত আগাছা মারা যায়। প্রেস্টিজ ২০ এস এল আগাছার মাটির উপরের অংশ ধ্বংস করে এবং শিকড়ের বৃদ্ধিতে বাধা দেয় না, ফলে পাহাড়ি এলাকায় মাটির ক্ষয় রোধ করে ।
প্রয়োগ পদ্ধতিঃ
ফসল | পতিত জমি, ফল বাগান, চা ও রাবার বাগান। শিল্প এলাকা, আবাসিক এলাকা |
আগাছা | সকল ধরনের একবর্ষজীবী ও প্রশস্ত পাতা বিশিষ্ট আগাছা, অনির্বাচিত সকল আগাছা |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৫৭ মিলি |
একরে | ১.১৪ লিটার |