ফসলের সাদামাছি দমনে পরীক্ষিত সমাধান মটো ২৫ ডব্লিউ ডি জি
ব্যবহারের উপকারিতাঃ
- মটো ২৫ ডব্লিউ ডি জি একটি স্পর্শক (পোকার শরীরে পড়লে মারা যায়), পাকস্থলী (বিষ আক্রান্ত গাছের অংশ খেলে পোকা মারা যায়) ও অন্তর্বাহী (গাছের যে অংশেই পড়ুক না কেন সব জায়গায় ছড়িয়ে পরে) গুন সম্পন্ন।
- মটো ২৫ ডব্লিউ ডি জি প্রতিরোধী ও প্রতিষেধক গুন সম্পন্ন।
- ট্রান্সল্যামিনার গুন সম্পন্ন অর্থাৎ পাতার উপরে স্প্রে করলে নীচ নীচের দিকে চলে যায়।
- কম্বিনেশন প্রডাক্ট হওয়ায় দু’টি কীটনাশকের কার্যকারিতা একসাথে পাওয়া যায় বলে বিভিন্ন ধরনের পোকা সফলভাবে দমন করতে পারে।
প্রয়োগ পদ্ধতিঃ
ফসল | আম |
বালাই | হপার |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ১০ গ্রাম |
একরে | ২০০গ্রাম |
ফসলের পর্যায় | আম গাছে পোকা দেখা গেলে ব্যবহার করতে হবে। অবশ্যই বিকেলে স্প্রে করুন। |
স্প্রে করার উপায় | প্রতি ১০লিটার পানিতে ১০গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভিজিয়ে দিতে হবে। |
অন্য কোন বিবেচনা/মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন। |
ফসল | সবজি |
বালাই | সাদামাছি |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ১০ গ্রাম |
একরে | ২০০গ্রাম |
ফসলের পর্যায় | সবজিতে চারা অবস্থায় অথবা বাড়ন্ত অবস্থায় পোকা দেখা দিলে ব্যাবহার করুন। |
স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
অন্য কোন বিবেচনা/মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন। |