ধানের বাদামী গাছ ফড়িং সহ সবজি ও ডাল জাতীয় ফসলের ছিদ্রকারী পোকা দমন করে।
ব্যবহারের উপকারিতাঃ
- চেলসিড ৫০ এস সি গাছের ভিতরে প্রবেশ করে এবং মূল, কান্ড ও পাতার মাধ্যমে গাছের সর্বত্র ছড়িয়ে পড়ে বিধায় সম্পূর্ণ গাছটি পোকার জন্য বিষাক্ত হয়ে যায়।
- চেলসিড ৫০ এস সি পাকস্থলী ক্রিয়া সম্পন্ন তরল কীটনাশক (অর্থাৎ বিষ আক্রান্ত গাছের অংশ খেলে পোকা মারা যায়।
প্রয়োগ পদ্ধতিঃ
ফসল | ধান |
বালাই | বাদামী গাছ ফড়িং |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ১০ মিলি |
একরে | ১০০ মিলি |
ফসলের পর্যায় | ধানের জমিতে পোকা দেখা গেলে ব্যবহার করতে হবে, যখন একটি টিলারে ১-৪ টি প্রাপ্ত বয়স্ক অথবা ১০ টি ছোট পোকা দেখা যাবে। |
স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
অন্য কোন বিবেচনা/মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন। |
ফসল | বেগুন |
বালাই | ডগা ও ফল ছিদ্রকারী পোকা |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৫ মি লি |
একরে | ১০০ মি লি |
ফসলের পর্যায় | চারা অথবা বাড়ন্ত অবস্থায় জমিতে পোকা দেখা গেলে ব্যাবহার করুন। |
স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
অন্য কোন বিবেচনা/মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন। |
ফসল | ভূট্টা |
বালাই | ফল আর্মি ওয়ার্ম |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৬ মি লি |
একরে | ১২০ মি লি |
ফসলের পর্যায় | বাড়ন্ত সময়ে, জমিতে পোকা দেখা গেলে ব্যাবহার করুন। |
স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
অন্য কোন বিবেচনা/মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন। |