আমাদের কথা

‘কৃষকের আস্থা আমাদের গর্ব’ এই স্লোগানকে সামনে রেখে কৃষি ও কৃষকের উন্নতি ও সমৃদ্ধির মহান চেষ্টায় সুরভী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কৃষি পণ্য আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে ২০০৪ সালে পথচলা শুরু করে। সুরভী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সুরভী গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সুরভী এগ্রো একটি সম্পূর্ণ শস্য সমাধান সংস্থা হওয়ার প্রচেষ্টা হিসেবে আধুনিক কৃষি ও কৃষকের কথা মাথায় রেখে কৃষক সম্প্রদায়ের জন্য উন্নত মানের কৃষি উপকরণ তথা বালাইনাশক,বীজ ও উদ্ভিদের পুষ্টি ঊপাদান চালু করেছে। এটি বর্তমানে দেশের অগ্রসরমান কোম্পানী হিসাবে ব্যবসায়ী ও কৃষক মহলে বেশ সুনাম অর্জন করেছে। সুরভী এগ্রো ‘স্বাস্থ্যকর ফসল, সুখী কৃষক’ এ বিশ্বাসী। সুরভী এগ্রো উন্নত আগামীর জন্য খাদ্য নিরাপত্তা অর্জনে নতুন ও উদ্ভাবনী সমাধান প্রদানের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছে।

মূল লক্ষ্য ও উদ্দেশ্য

  • কৃষির বৃদ্ধি ও উন্নতির জন্য উন্নত মানের কীটনাশক,ছত্রাকনাশক, আগাছানাশক ও পুষ্টি উপাদান বাজারজাতকরণ।
  • আমাদের কৃষি পণ্য কৃষক ভাইদের কাছে সহজেই সহজলভ্য করার জন্য দেশব্যাপী বিতরণ নেটওয়ার্ক তৈরি ও দক্ষ জনবল তৈরীতে প্রতিক্ষাবদ্ধ।
  • নিয়মিত কৃষক ও পরিবেশক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে শিক্ষিত করে তোলা।
  • সুরভীর পণ্যের কার্যকারিতা, গুনগতমাণ, নির্ভরযোগ্যতা বজায় রাখায় সুরভী এগ্রো বদ্ধপরিকর।
  • কৃষক ভাইদের দোরগড়ায় আমাদের সেবা সঠিক ভাবে পৌছে দিতে পারলেই সুরভী এগ্রো সার্থক ও সফল হবে।