হোম » পুষ্টি উপাদান » সিনো জিংক মনো

সিনো জিংক মনো

জিংক সালফেট (মনোহাইড্রেট) জিংক ৩৬% এবং সালফার ১৭.৫%

প্যাক সাইজ

  • ১ কেজি

ব্যবহারের উপকারিতাঃ

  • গাছের কাঙ্ক্ষিত বৃদ্ধি ও ফলনের জন্য অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানের মধ্যে দস্তা ও গন্ধক অন্যতম। এদের যেকোনটির ঘাটতি হলে অন্যসব রাসায়নিক সার ব্যবহার করেও পূরণ করা সম্ভব না।
  • সিনো জিংক হেপ্টা এর ব্যাবহার দস্তার ঘাটতি পূরণের পাশাপাশি অন্যান্য সারের কার্যক্ষমতা বাড়ায়।
  • গাছের আভ্যন্তরীন এণজাইম নিঃসরণে ভুমিকা রাখে।
  • ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে।
  • ধানের কুশি সংখ্যা বৃদ্ধি করে ফলন বাড়ায়।
  • দ্রুত ফসল পাকাতে সাহায্য করে।
  • সকল ধরণের ফসলের ফলন বাড়াতে খবুই কার্যকরী ভুমিকা পালন করে।

প্রয়োগ পদ্ধতিঃ

ফসলধান, গম,পাট, আখ, মরিচ, বেগুন, ঢেঁড়স, ভুট্টা, আলু, পেঁয়াজ, রসুন, কুমড়া,শসা, ঝিংগা, ফুলকপি, বাধাকপি, আম, আনারস, পেপে, কলা, পান, ফুল, তরমুজ ইত্যাদি
সমস্যামাটিতে জিংক এবং সালফার এর অভাব
একরেফসল ভেদে প্রতি একরে ৩-৫ কেজি প্রয়োগে ভালো ফলাফল পাওয়া যায়।